Dhaka,  Thursday
5 December 2024 , 08:03

Donik Barta

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

repoter

Published At: 08:40:18pm, 04 December 2024

Updated At : 08:40:18pm, 04 December 2024

খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি: খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটে এ ঘটনা, যখন শিক্ষার্থীরা একটি বাস শ্রমিকের দ্বারা মারধরের শিকার হওয়ার প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল অবরোধ করেন।

বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুলনা আসছিলেন। বাসে ভাড়া নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়, যার পর পরিবহন কর্মীরা তাকে বাস থেকে নামানোর বদলে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নেমে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে মারধর করেন।

এ ঘটনার পর শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেন এবং সেখানে উত্তেজনা দেখা দেয়। ফের সংঘর্ষ শুরু হয়, যখন বাস শ্রমিকরা শিক্ষার্থীদের মারধর করেন। এই ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র—আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয়, ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। অভিযোগ রয়েছে, শ্রমিকরা এক শিক্ষককেও লাঞ্ছিত করেছেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনালে জড়ো হন এবং তারা শিক্ষার্থী ও শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি করেন। এক পর্যায়ে, উত্তেজিত শিক্ষার্থীরা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং নৌবাহিনীসহ যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শ্রমিকদের দাবি, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

repoter